
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় শোক দিবসে কুড়িগ্রাম পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
কুড়িগ্রাম পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী শাহরিনা জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, রংপুর পুনাকের সভানেত্রী মধুছন্দা ভট্টাচার্য্য, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন থানার থেকে দু:স্থ ও অসহায় নারী এবং মাদক ব্যবসা থেকে ফিরে আসা মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৫টি সেলাই মেশিন তুলে দেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।