মেলান্দহ হাসপাতাল কোয়ার্টার থেকে গাইনী ডাক্তারের লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
মেলান্দহ হাসপাতাল কোয়ার্টার থেকে গাইনী ডাক্তারের লাশ উদ্ধার

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ হাসপাতালের গাইনী ডাক্তার সুলতানা পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানিয়েছেন-গতকাল শনিবার দিবাগত রাতে বাসায় ঘুমিয়ে পড়েন। এরপর সারাদিন বাসা থেকে সাড়া না পেয়ে সন্দেহ জাগে। পরে পুলিশসহ হাসপাতালের অন্যান্যদের সাথে নিয়ে কোয়ার্টারের তার রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে লাশ পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে মনে হয়। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সুলতানা পারভীন ৩২তম বিসিএসের মেডিকেলের (গাইনী) ছাত্রী ছিলেন। তাঁর পিতার নাম আলাউদ্দিন আজাদ। মাতার নাম রহিমা আজাদ। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নং বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top