
শফিকুল ইসলাম: সাপেঁর কামড়ে জুয়েল ইসলাম (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে কুড়িগামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামে ঘটনাটি ঘটে।
পরিবার সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে অন্য বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে তাকে সাপেঁ কামড় দেয়। পরে তাকে ঘরোয়া কবিরাজ দিয়ে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার অবনতি হলে ভোর রাতেই তাকে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত জুয়েল উপজেলার ইজলামারী গ্রামের আশরাফুলের ছেলে । সে যাদুরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র বলে জানা যায়।
এ ব্যাপারে রৌমারী সদর ইউপি সদস্য জোনাব আলী বাদশা সাপেঁর কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হুদা (আরএমও)কে মোবাইল ফোনে সাপেঁর কামড়ে অসুস্থ্য ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনজারী মতে পরিচালকের নির্দেশ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ের উপর বক্তব্য দেওয়া যাবে না। তবে তিনি ডা. মোক্তার হোসেন সেলিমের সাথে কথা বলার জন্য বলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।