
সেবা ডেস্ক: জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। রাষ্ট্রীয়ভাবে পালনকৃত বিভিন্ন জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। শোক দিবস সমুহে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কিন্তু প্রায়শই দেখা যায় জনসাধারণ সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
এ বিষয়ে ইতোপর্বে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়ম না মানার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। জাতীয় পতাকা সঠিকভাবে অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।
জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে শুক্রবার সকালে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারনের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। মো. সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি ও সঠিক নিয়ম হাতে কলমে শেখানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজ্ঞালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, আমাদের জাতীয় শোক দিবস, এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।