
সেবা ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুর পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ১৪ আগস্ট বিকেলে পাউবো’র অফিস ক্যাম্পাসে বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
এ সময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, জামালপুর পাউবো’র বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত ও উপবিভাগীয় প্রকৌশলী তৈমুর আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
জামালপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ এ প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাউবো’র উদ্যোগে এই জেলায় তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। পাউবোর জামালপুর অফিস ক্যাম্পাস এবং জেলার বিভিন্ন খালের পাড়ে এসব গাছের চারা রোপণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।