
মাহফুজ রহমান, জয়পুরহাট: জয়পুরহাটে ছিনতাই হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা ডাকাত দলের সহ ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী কৃষ্টপুর গ্রামের মোঃ শহিদের ছেলে মোঃ শাকিব (১৯), রাজকান্দা পশ্চিমপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে বুলবুল (২০), আক্কেলপুর পূর্ব আমুত গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ শাহিন (২৭), রাজকান্দা ঠ্যাঙ্গাপুর গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে ফিরোজ (২০), শ্রী কৃষ্টপুর গ্রামের মোনতাজ হোসেনের ছেলে খোকন হোসেন (২৬), একই গ্রামের আবু কালামের ছেলে সুরুজ হোসেন (২২) ও রাজকান্দা গ্রামের তোজাম্মেলের ছেলে সোহেল (২৩)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ৩০ জুলাই রাতে আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকা থেকে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোটরসাইকেল এবং ৫ আগস্ট রাতে ওই উপজেলার রাজকান্দা এলাকায় আলম হোসেনের ব্যবহারিত মোটরসাইকেল ২টি ছিনতাই করে ডাকাত দল। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ তৎপরতায় ডাকাত দলের কয়েকজন আসামীদের গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে পাবনার সদর উপজেলার দড়ি হাওভাঙ্গা গ্রামের সুজনের বাড়ি থেকে ও একই উপজেলার খয়েরসূতি গ্রামের আরিফুল ইসলাম বাবুর বাড়ি থেকে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে এ ঘটনার সাথে আরো যাদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।