
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় প্রাঙ্গনে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
শেরপুর-জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সভাপতিত্বে কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পানি উন্নয়ন বোর্ড শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।