
কাজিপুর প্রতিনিধি: নিরাপত্তার জন্য কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে। ভবিষ্রতে এই অনভিপ্রেত ঘটনা ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিরাপত্তার জন্য তার বাসভবনে ১০ সদস্যের এক প্লাটুন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসাররা কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন।
আনসারের এটিসি আলমগীর হোসেন জানান,‘ এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ শুক্রবার সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনের সামনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।