
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রাজিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসানুর রহমান (৩৩) নামের এক মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ শাহজাহান (৩২ ) ও শাহজাদা (২৯) কে গ্রেফতার করেন। পরে ১ জনকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরজনকে রাজিবপুর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসারত রয়েছে। ৩১ আগস্ট (সোমবার) বিকাল ৫টায় রাজিবপুর উপজেলার কোদালকাটি বাজারে উক্ত ঘটনা ঘটে।
রাজিবপুর থানা পুলিশ ও ইউপি মেম্বর আবু সাইদ মধু সুত্রে জানা গেছে, কোদালকাটি বাজারের এরশাদ আলীর দোকানের সামনে এক ভ্যান চালক তার গাড়ী রাখলে দোকানদার তা সরিয়ে নিতে বলেন এবং ভ্যান চালককে ভ্যান সরাতে বাঁধা দেন শাহাজান ও শাহাজাদা। এ নিয়ে দোকানদারের সাথে উত্তপ্ত ঘটনার সৃষ্টি হয়। এ সময় মোটর সাইকেল চালক হাসানুর তাদেরকে বাধা দেয় এবং হাট ইজারাদার বিষয়টি মিমাংসার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। কিছুক্ষণ পর শাহজাহান ও শাহজাদাসহ বেশ কয়েকজন মিলে হাসানুরের ওপর দেশিও রাম দা ও ছুরি দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় । এ সময় হাসানুর আওয়ামীলীগ অফিসে কেরাম খেলতেছিল। এমতবস্থায় হাসানুরকে রাম দা দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা আলাদা করার চেষ্টা করে।
ঘটনার আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ দিকে হাসানুলের বাবা বাদী হয়ে রাজিবপুর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং -২ তারিখ ৩১ আগষ্ট ২০২০ র্ইং। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি করেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।