
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিন্নীবাড়ি গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোফাজ্জল হোসেন ঘটনাস্থলের পার্শ্ববর্তী চান্দেরনন্নী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, মোফাজ্জল হোসেন সোমবার দুপুরে ধান ক্ষেতে কীটনাশক দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে মোফাজ্জল হোসেন বাড়ি না ফেরায় তার বাড়ীর লোকজন তাকে খোঁজতে যায়। এ সময় ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বশির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।