
জামালপুর সংবাদদাতা : বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস কে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জামালপুরে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে জামালপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শহরের বকুল তলা চত্বরে এ মানব বন্ধন কর্ম সূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল,সাধারন সম্পাদক মুকুল রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা,সাংবাদিক অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী আমির উদ্দিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা, বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস হত্যাকান্ডের সাথে জড়িত এবং মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।