
স্টাফ রিপোর্টার: নাসিমপুত্র সাবেক এমপি প্রকৌশলী জয় বলেন, ‘ সুযোগ পেলে প্রয়াত দাদা- বাবার মতো সমৃদ্ধ কাজিপুর গঠনে কাজ করে যাবো। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা দাদা শহীদ এম মনসুর আলীকে অনেক প্রলোভন দিয়েছিল। তিনি বঙ্গবন্ধুর রক্তের সাথে, এদেশের সাথে, কাজিপুর বাসির সাথে বেঈমানি করেন নাই। সদ্য প্রয়াত পিতাও বি এন পি, জামায়াত জোটের দ্বারা অনেক লাঞ্ছিত হয়েছেন, জেল খেটেছেন, কিন্ত শেখ হাসিনার সাথে, কাজিপুর বাসিদের সাথে তিনি বেইমানি করেন নাই। আমার শরীরে সেই পিতার রক্ত বইছে। আমিও শেখ হাসিনার সাথে কাজিপুর বাসিদের সাথে কখনও বেঈমানি করবোনা ইনশাআল্লাহ।
শনিবার (৫ সেপ্টেম্বর) কাজিপুরেরগান্ধাইল বাজারে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আতœার শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রকৌশলী জয় আগামি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বাবার রেখে যাওয়া অসম্পন্ন কাজগুলি শেষ করার জন্য এলাকাবাসির সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, যুগ্নসম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার ,গান্ধাইল ইউনিয়ন আ,লীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আমিনুল ইসলাম,সাবেক যুবলীগ সভাপতি হায়দার আলী, মুক্তিযোদ্ধা গাজী শাহজামাল সহ আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিগণ বক্তব্য রাখেন। এরপর জয় মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আনসার আলী তালুকদারের জানাজা নামাযে অংশ নিতে মাইজবাড়ি স্কুলমাঠে উপস্থিত হন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।