মেলান্দহ মাদারদহ নদী ভাঙ্গন

S M Ashraful Azom
0
মেলান্দহ মাদারদহ নদী ভাঙ্গন


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বন্যার পানি নামার সাথে পাল্লা দিয়ে মাদারদহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। এতে শাহীন বাজারসহ –খাসিমারা-পুটিয়াপাড়া এলাকা বিলীন হবার উপক্রম। গত তিন বছর যাবৎ নদী ভাঙ্গনের কারণে এই দু’টি গ্রামের অনেক আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। 
গত সপ্তাহ থেকে মাদারদহ নদী ভাঙ্গনের মাত্রা আরো বাড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালীরা বালি উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হতে চলেছে। বর্তমানে মেলান্দহ-মাদারগঞ্জ সড়ক এবং সড়কটিও হুমকীর মুখে পড়েছে। বালি উত্তোলন বন্ধে এলাকাবাসি প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।
আর মাত্র ১০/১২ হাত জায়গা নদী ভাঙ্গলেই ঐতিহাসিক শাহীন বাজার, অত্যাধুনিক মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, রাস্তা এমনকি বসতি বাড়িও নদী গর্ভে বিলীন হবার সম্ভাবনা আছে। এতে মানুষ স্থবির হয়ে পড়বে।
 ভূক্তভোগি কৃষক শেলি মিয়া (৪৬) জানান-গত তিন বছরে শুধু আমারই সাত বিঘা আবাদি জমি, মাছের পুকুর মাদারদহ নদীতে চলে গেছে। এ বছরও ভাঙ্গন শুরু হয়েছে। আমিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। সংসদ সদস্য আলহাজ মির্জা আজম গত বছর মাদারদহ নদীর পাড়ে বেড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে শাহীন বাজারে যাতায়াতের ব্যবস্থা করার প্রতিশ্রæতি দিয়েছিলেন। আমরাও দ্রæত এই বাঁধটি চাই।
স্থানীয় নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান-মাদারদহ নদী ভাঙ্গনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রæত এই বাঁধটি নির্মাণের উদ্যোগ নিলে এলাকাটি রক্ষা হবে।
ইউএনও তামিম আল ইয়ামীন জানান-বালিউত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে বাঁধ নির্মাণের বিষয়ে ব্যবস্থা নিবেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top