
উল্লাপাড়া প্রতিনিধি: শনিবার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ আনুষ্ঠানিক ভাবে এ কার্যালয় উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, দুর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল কাদের, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ। অনুষ্ঠানে দুর্গানগর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।