বিশ্বে কভিড-১৯ থেকে সুস্থ এক কোটি ৯১ লাখের বেশি মানুষ

S M Ashraful Azom
0
বিশ্বে কভিড-১৯ থেকে সুস্থ এক কোটি ৯১ লাখের বেশি মানুষ


সেবা ডেস্ক: বিশ্বে প্রাণঘাতি নভেল করোনাভাইরাস (কভিড-১৯) থেকে এখন পর্যন্ত এক কোটি ৯১ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭০ লাখ ৬২ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ৮ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯৭ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৪১৮ জনের। 

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের। আর আক্রান্ত হয়েছে ৪১ লাখ ২৩ হাজার মানুষ।

তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ৩২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪০৯ জন।

এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ৬৭৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৪১ লাখ ১ হাজার ৮৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top