
কাজিপুর প্রতিনিধি: কাজিপুর কৃষি অফিসের আয়োজনে খরিপ ২ মৌসুমের ২০২০/২১ বছরের কৃষি প্রণোদনার মাসকলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে বিতরণ করা হয়েছে।
উপজেলার ১২ টি ইউনিয়নের ৯শ কৃষককে এই প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। বীজ বিতরণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কৃষি অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার প্রসেনজিৎ তাকুলদার, হুমাইয়া ফাহমিদা, উপসহাকির কৃষি অফিসার মাহমুদুল হাসান প্রমূখ। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান ,‘ প্রতিজন কৃষককে ১ বিঘা জমি চাষের জন্য ০৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।