রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক মামলার আসামী খোকা সরকারকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। খোকা সরকার উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং পশ্চিমপাড়ার লাজেম সরকারের ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকার কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, খোকা সরকার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। সোমবার রাতে তিনি সোনাহাটা বাজার এলাকায় মাদক দ্রব্য বিক্রি করতে থাকেন। সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাসি করে ২০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য বিক্রয়ের এক হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, খোকা সরকার এলাকার পাইকারী মাদক কারবারি। গত ২০১৯ সালে থেকে এ পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে থানায় পৃথক ৪টি মামলা দায়ের হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।