
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় অপহরনের পর স্কুলছাত্রীকে এক মাস ধরে জিম্মি রেখে ধর্ষণ মামলার বাদী নরেন সরকারকে (৪৫) কুপিয়ে আহত করেছে আসামী ও তার লোকজন। আহত নরেন সরকার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান চল্লিশপাড়ার প্রথম সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নরেন সরকারের মেয়ে গোসাইবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় একই গ্রামের আল-আমিনের ছেলে বখাটে শাকিল আকন্দ (১৯)। কিন্ত বখাটের প্রেমে সাড়া না দিলে স্কুলছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে শাকিল। ফলে স্কুলছাত্রীর বাবা এ বিষয়টি নিয়ে শাকিল আকন্দের বাবার নিকট বিচারপ্রার্থী হন।
কিন্ত বিচার না দিয়ে উল্টো স্কুলছাত্রীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে বখাটে শাকিল। এক পর্যায়ে ২৮ মে বিকেলের দিকে বাড়ির পাশের রাস্তায় হাটাহাটি করতে থাকে ওই স্কুলছাত্রী। এসময় বখাটে শাকিল ও তার সহযোগী সুজন জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে এক মাস ধরে আটক রেখে ধর্ষণ করে বখাটে শাকিল।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১জুন শাকিল আকন্দসহ ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫জুন নিলফামারী জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। এছাড়া সোমবার সন্ধ্যার দিকে গোসাইবাড়ি বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামী শাকিলকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। এতে ধর্ষণ মামলার অন্যান্য আসামীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে রাস্তায় মামলার বাদী নরেন সরকারকে কুপিয়ে আহত করেছে।
এ বিষয়ে নরেন সরকার বলেন, আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকির এক পর্যায়ে আমাকে কুপিয়ে আহত করেছে। তাদের হুমকির মুখে নিরাপত্তাহীনতার কারণে আমি আমার মেয়েকে অন্যত্র গোপন করে রেখেছি। এ ঘটনার আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর আহত বাদীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।