মেলান্দহে ২২দিন পর পায়খানার ট্যাঙ্কি থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
মেলান্দহে ২২দিন পর পায়খানার ট্যাঙ্কি থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ২২দিন পর সরোলিয়া গ্রামের পায়খানার ট্যাংকি থেকে স্কুল আরমানের (১৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরমান মাদারগঞ্জের ভেলামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় জাকিল (১৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সরোলিয়া গ্রামের হাসান আলীর ছেলে।

দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি জানান-২২দিন আগে আরমানের মামা আরিফুজ্জামানের বাড়িতে বেড়াতে আসে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। গ্রেপ্তারকৃত জাকিল সিগারেট নিয়ে দ্বন্ধের জের ধরে হত্যার কথা স্বীকার করেছে।

অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-নিখোঁজ আরমানের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে আজ রাত ৮টার দিকে সন্দেহভাজন জাকিল (১৭)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিল হত্যার কথা স্বীকার করেছে। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top