সেবা ডেস্ক: নবম ও শেষ ধাপে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আরো ২০টি নতুন মিটারগেজ কোচ এসেছে। রেলের বহরে আধুনিক কোচ বাড়ানোর লক্ষ্যে একের পর এক নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার বাংলাদেশ রেলের ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে কোচবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। রোববার রাতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে। এরপর কোচগুলো আনলোড করা শুরু হবে। নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নেয়া হবে।
এর আগে আট ধাপে ১৮০টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের দাম ৩ কোটি ৩ লাখ টাকা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।