উল্লাপাড়া প্রতিনিধি: ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সোমবার ভোরে আন্তঃনগর একতা এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কাটা পড়ে মারা যান জাকির হোসেন (৩৫) নামের এক হোশেয়ারি ব্যবসায়ী। তিনি পাবনার বাংলা বাজার সাখাওয়াত হোশেয়ারি দোকানের মালিক।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় উক্ত জাকির হোসেন চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মের উল্টো দিকে লাফিয়ে নামতে গেলে ঘটনাস্থলে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। একতা এক্সপ্রেসের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে কোন বিরতি নেই। জাকিরের মরদেহ উল্লাপাড়া প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ধারনা করা হচ্ছে একতা এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশনে না দাঁড়ানোর কারনে জাকির লাফিয়ে নামতে গিয়ে মারা যান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।