করোনাকালিন সময়ে পড়ালেখার মান নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

S M Ashraful Azom
0
 
করোনাকালিন সময়ে পড়ালেখার মান নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কলেজসমূহে পড়ালেখার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে অধ্যক্ষগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে  কাজিপুর সরকারি মনসুর আলী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম। 

সভায় উপজেলার প্রতিটি কলেজের পড়ালেখার মান নিশ্চিতকরণ, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকমুক্ত শিক্ষাঙ্গণ নিশ্চিতকরণ, কলেজের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ তৈরি করা, বিএনসিসি, রোভার স্কাউঠ দল গঠন ও প্রতিটি কলেজে অনলাইন ক্লাস নিশ্চিতকরণের উপর গুরুত্ব প্রদান করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উদগাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, থানা সদর কলেজের অধ্যক্ষ মনোজ কুমার রায়, গান্ধাইল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, আরআইএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন,  থানা সদর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর, আমিনা মনসুর কলেজের প্রতিনিধি প্রভাষক আবদুল জলিল প্রমূখ। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top