
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
নিহতের পরিবার ও হাসপাতাল স‚ত্রে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ইমরান আলী (৫) বাড়ির পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় বেশি পানিতে গেলে সে ডুবে যায়। স্থানীয়রা জানতে পেয়ে ডুবে যাওয়ার স্থান থেকে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। শিশুটির বাবা-মা জীবিকা নির্বাহ করার জন্য গত কয়েক মাস আগে ঢাকায় যায়। শিশুটির দাদি তারাভানু তাকে লালন পালন করতো।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যু শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
এ বিষয়ে রৌমারী থানার ওসি আবু মোহাম্মাদ দিলওয়ার হাসান ইনাম ঘটনা নিশ্চিত করে বলেন, এটা একটি দুর্ঘটনা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।