
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা হলরুমে জাতীয় সংগীত, অতিথিদের আসন গ্রহণ ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী।
রৌমারী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি সহকারি অধ্যাপক ও (ই.এল.সি) ক্লাবের প্রেসিডেন্ট এমএ ছামাদ খাঁন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুল আওয়াল ও আঞ্জুমান আারা, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, যাদুরচর মডেল কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক নাজমা আকতার শিখা ও বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রিন্সিপাল এম.আর ফেরদৌস এর সঞ্চালনায় (ই.এল.সি) ক্লাবের পরীক্ষার্থীদের মধ্যে সেরা ২৭ জনকে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং উপস্থিত বক্তব্য দেন। পরে ইংলিশ ডিভেট প্রতিযোগিতায় অংশ নেয় ই.এল.সি ক্লাবের শিক্ষার্থীরা। সেখানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বিপক্ষে বক্তব্য প্রতিযোগিতা হয় । ই.এল.সি ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ও সুধীজনদের বক্তব্য শেষে নৃত্যানুষ্ঠােেনর মধ্য দিয়ে শেষ হয় ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।