কাজিপুর প্রতিনিধি: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নির্বাচন। নির্বাচন কমিশন ইসি সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ায় কাজিপুর পৌরসভার ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন কাজিপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।
তারুণ্যদীপ্ত মেধাবী সাবেক এই ছাত্রনেতা এবার দু’মাস পূর্বে থেকেই তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি দোয়া চেয়ে পৌর এলাকায় ব্যাপক পোস্টারিং করেন। বিগত দুই পৌর নির্বাচনে তিনি দলের মনোনয়ন চেয়েছিলেন। সে সময় সাবেক মন্ত্রি ও প্রয়াত কাজিপুরের এমপি মোহাম্মদ নাসিম তাকে মনোনয়ন দেননি। কিন্তু তার মৃত্যুতে দলের হাল ধরেছেন সাবেক এমপি নাসিমপুত্র তানভির শাকিল জয়। তিনি এবার দলীয় মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল হান্নান তালুকদার।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি কালেরকণ্ঠকে বলেন, ‘ ১৯৭৮ সন থেকে ছাত্র রাজনীতি শুরু করি। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ১৯৮৮ সালে প্রোভিপি এবং ১৯৯০ সালে ভিপি পদে নির্বাচন করে জয়লাভ করি। এখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তাছাড়া এখন পর্যন্ত দলের কেউই মেয়র পদে নির্বাচনের আগ্রহ দেখাননি। আশা করি নেতা সব দিক বিবেচনা করে আমাকেই মনোনয়ন দেবেন।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।