
শামীম তালুকদার: সিলেট হবিগঞ্জ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার করোনা ফলাফল নেগেটিভ এসেছে।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসায় তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন। এরপর গতকাল ২ অক্টোবর ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় তিনি এখন সম্পূর্ণ করোনামুক্ত এবং সুস্থ্য আছেন। এ তথ্য নিশ্চিত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ।
করোনা হতে সুস্থ হওয়ার পর মিডিয়াকমীকে জানান,যেসব শুভাকাঙ্খী তাঁর আরোগ্যে কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য করোনা পরিস্থিতি,করোনা কালীন দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ,বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বাহুবল উপজেলাবাসীর সকল সংকটে অবিরাম সেবা প্রদান করতে গিয়ে তিনি এক পর্যায়ে করোনায় আক্রান্ত হন। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ এ কর্মকর্তার সুস্থ্যতার খবরে স্তস্তির বার্তা বইছে স্থানীয় প্রশাসনের সবর্ত্র।।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।