
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি'র সদ্য নিয়োজিত পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি দল। বুধবার ৭ অক্টোবর বিকেল ৩টায় সানন্দবাড়ী পিআইসি'র পুলিশ পরিদর্শক এর কক্ষে এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক রশিদুল আলম শিকদার, দুর্জয় বাংলা 'র দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ, দৈনিক রুদ্র বাংলা 'র দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকিউল ইসলাম (জনি), দৈনিক রুদ্র বাংলা 'র বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম (রুবেল) ও দৈনিক গণকন্ঠ এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম (ফরিদ) প্রমুখ।
পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান গত ৫ অক্টবর সোমবার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন সরিষাবাড়ী থানায় দায়িত্বরত ছিলেন। তিনি দির্ঘ্য ৩৫ বছর যাবৎ দক্ষতার সাথে দায়িত্ব পালনে ন্যায় নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দেন, তিনি সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন- বাল্যবিয়ে, মাদক, চোরাকারবারি, নারী নির্যাতন, জুয়া ও অবৈধ কার্যকলাপ সহ সরকার বিরোধী কাজ দমনে বিশেষ দৃষ্টি রাখবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।