উল্লাপাড়া প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর বির্তকিত কার্টুনের প্রতিবাদে বুধবার বাদ জোহর উল্লাপাড়ায় মুসল্লিরা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। মুসলিম তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ইসলামি সংগঠন এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এইচ. টি. ইমাম পৌর মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত সমাবেশে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।