বকশীগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং পাঠদান ব্যাহত হওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিতে বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়ায় অবস্থিত আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে সোমবার স্মাট ফোন বিতরণ করা হয়েছে।
রোটারী ক্লাব অব ঢাকা,কারওয়ান বাজার ও আলহাজ গাজী মো. আমানুজ্জামানের যৌথ উদ্যোগে ২২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অনলাইন ক্লাস করার জন্য স্মার্ট ফোন বিতরণ করা হয়।
স্মার্ট ফোন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৈয়দ আলিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় সাংসদ এর প্রতিনিধি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী আলহাজ গাজী মো. আমানুজ্জামান , বকশীগঞ্জ উপজেলা পিআইও হাসান মাহবুব খান, জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।