
শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে ২০২০ -২১ অর্থ বছরে খরিফ ২ মৌসুমে বন্যায় ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনা মূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে।
অাজ ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ বীজ বিতরণ করা হয়।সমগ্র উপজেলার ১০০০ হাজার কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,ইউএনও মুনমুন জাহান লিজা,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,কমান্ডার আলহাজ্ব মফিস উদ্দিন, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ,বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,কৃষি সম্প্রসারণ অফিসার অনুপম সিংহ প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।