বিরাট কোহলির স্ত্রীকে ‘রশিদ খানের স্ত্রী’ বলছে গুগল!

S M Ashraful Azom
0
বিরাট কোহলির স্ত্রীকে ‘রশিদ খানের স্ত্রী’ বলছে গুগল!


সেবা ডেস্ক: আমরা ইন্টারনেটে কোন কিছু খুজতে প্রথমেই যাকে ব্যবহার করি, তা হলো গুগল। হিসাব ছাড়া তথ্য নিয়ে সেবা দিচ্ছে গুগল। কিন্তু এরই মধ্যে ঘটে গেছে একটি মজার বিষয়। গুগলে আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের স্ত্রীর নাম খুঁজলে যে কারও চোখ ছানাবড়া হবে। কারণ সেখানে দেখানো হচ্ছে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার নাম।

গুগলে ইংরেজিতে ‘Rashid Khan wife’ লিখলে ‘Anushka Sharma’-কে দেখা যায়। আবার একটি ‘এস’জুড়ে দিলে অর্থাৎ ‘Rashid Khan’s wife’ লিখলে ‘Soma Khan’ দেখানো হচ্ছে।

মজার ব্যাপার হলো– রশিদ খান তো এখনও বিয়েই করেননি। কারও নামই দেখানোর কথা নয়। অথচ নাম তো দেখাচ্ছেই, তাও আবার ভারত দলের অধিনায়কের স্ত্রীর নাম! যিনি একজন বলিউড সেলিব্রেটি।

গত জুলাইয়ে রশিদ খান নিজেই জানিয়েছিলেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করবেন।

তা হলে এত বড় ভুল কেন হচ্ছে? এর ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইনস্টাগ্রামের একটি চ্যাট সেশনে রশিদ খানকে সঞ্চালক জিজ্ঞেস করেন- তার প্রিয় বলিউড অভিনেত্রী কে?

জবাবে রশিদ খান বলেন, আনুশকা শর্মা ও প্রীতি জিনতা।

বিষয়টি নিয়ে ভারতসহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে ‘রশিদের প্রিয় অভিনেত্রী আনুশকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ইন্টারনেটে ভরে যায় সেই বিষয়টি।

সে সময় থেকে গুগলের ফিল্টারে এতবার বিষয়টি লেখা হয়েছে যে, এখন রশিদ খানের স্ত্রীর নাম খুঁজতে গেলেই আনুশকার নাম আসছে।

গুগলে যখন রশিদ-আনুশকাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন কোহলি-আনুশকা দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top