জয়পুরহাটে সরকারি চাল জব্দ, জরিমানা ও কার্ড বাতিল

S M Ashraful Azom
0
জয়পুরহাটে সরকারি চাল জব্দ, জরিমানা ও কার্ড বাতিল


জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে সরকারি চাল বাড়িতে রাখার দায়ে জরিমানা ও চাল জব্দ করে ভিজিডি কার্ড বাতিল করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাইকুশলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।

জানা গেছে, সোমবার সকাল থেকে ধলাহার ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের ভিজিডি’র সরকারি চাল বিতরণ করা হয়েছে। ওই সব কার্ডের উপকারভোগীদের নিকট থেকে চালগুলো ক্রয় করেন সদর উপজেলার চকবরকত চক উজাল গ্রামের রইচ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম। ১৮ বস্তা (৫৪০ কেজি) চাল তার চাচা শ্বশুড়ের বাড়ি ধলাহার ভাইনকুশলিয়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে রাখে। এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ইউএনও এবং ওই এলাকার ইউপি চেয়ারম্যান বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা রাখা হয় এবং চাল ক্রেতা জাহাঙ্গীর আলমকে সরকারি আদেশ অমান্যের দায়ে দÐবিধি ১৮৬০ আইনের ১৮৮ ধারায় জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, অভিযানে ৫৪০ কেজি সরকারি চাল জব্দ হয়েছে। যার মূল্য অনুমানিক ১৮-২০হাজার টাকা। ভিজিডি’র চাল বিক্রেতাদের ভিজিডি’র কার্ড বাতিল করা হয়েছে। চাল ক্রেতা জাহাঙ্গীর আলমকে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top