
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নির্মিতব্য বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব লোকমান হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা দেড়টায় তিনি নির্মিতব্য এই প্রকল্প ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, “ বর্তমান সরকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খাতকে গুরুত্বের সাথে নিয়েছেন। এতে করে দেশে এবং দেশের বাইরে এই খাতের চাহিদা বাড়ছে। ’ এসময় তিনি এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ দ্রæত শেষ করতে নির্দেশ দেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবিএম রওশন কবির, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির, উপ বিভাগীয় প্রকৌশলী হাসানুর রেজা, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। ২০১৮ সালের ২১ অক্টোবর বস্ত্র অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নির্মিতব্য এই ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম। আগামী বছরের জুন মাসে এই ্প্রকল্পের কাজ শেষ হবার কথা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।