
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উল্লাপাড়া-সলঙ্গা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সম্পাদক আল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যতিত্ত¡ ও ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান কাকন, উপজেলা যুবলীগের আহŸায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রলীগ তার অতীত গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে আগামীতে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবে এটাই দেশ ও জাতির প্রত্যাশা। তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।