
সেবা ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেছেন, 'বাংলাদেশ ও এ দেশের মানুষ ভারতের বন্ধু। আমার সৌভাগ্য যে এমন একটি দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছি। বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়টিকে প্রধান গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।'
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
সোমবার আখাউড়া সীমান্ত নিয়ে বাংলাদেশ প্রবেশ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এরপর সড়ক পথে সস্ত্রীক ঢাকায় আসেন বিক্রম দুরাইস্বামী।
ভ্রমণ ভিসার বিষয়ে আখাউড়া স্থল বন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যোগাযোগ বৃদ্ধির জন্য ভিসা ব্যবস্থা চালু করা আবশ্যক। তবে বর্তমান পরিস্থিতিতে ভিসা ব্যবস্থা এখনই চালু করা যায় কি-না তাও ভেবে দেখা হবে। চিকিৎসাহ অন্যান্য জরুরি ভিসার প্রক্রিয়া দ্রুততার সঙ্গেই করা হবে।'
বিক্রম দুরাইস্বামী বলেন, 'বাংলাদেশের চাহিদার ভিত্তিতে ভারত থেকে পেঁয়াজ রপ্তানির বিষয়টির একটি সমাধান খোঁজা হবে। শিগগির এর একটি সমাধান পাওয়া যাবে বলে আশা রাখি।'
নবনিযুক্ত হাইকমিশনার আরও বলেন, 'ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব দুই দেশের মৈত্রী বন্ধনের জন্য তাৎপর্যপূর্ণ। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। নৌ, রেল ও সড়ক পথ উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরত্ব দেওয়া হবে।'
এর আগে আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উল আলম ভূইয়া, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান প্রমুখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী ও দ্বিতীয় সচিব সুভাশীষ সিনহা।
বাংলাদেশে ভারতে বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম দুরাইস্বামী। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিদ্যায় পড়াশুনা শেষে কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর ১৯৯২ ব্যাচের কর্মকর্তা হিসেবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বাংলাদেশে যোগদানের আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বিক্রম দুরাইস্বামী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।