রংপুর সি‌টি করপো‌রেশনে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি বিষ‌য়ে সভা

S M Ashraful Azom
0
রংপুর সি‌টি করপো‌রেশনে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি বিষ‌য়ে সভা


স্টাফ রি‌পোটার: রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে “ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত শহর কমিটির সভা অনু‌ষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পেোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  জনাব রুহুল আমীন মিঞা । সভায় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব, রংপুর সদর উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিশঙ্কর মন্ডল, শহর সমাজসেবা অফিসর শফিকুল ইসলাম পাইকার, উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, তাজহাট থানার এস আই সুলতানা খাতুন, মাহিগঞ্জ থানার এসআই রঞ্জু মিয়া, হাজিরহাট থানার এস আই বাবলু চন্দ্র পাল ও কোাতয়ালী থানার এস আই মোঃ নূর আমিন। এছাড়াও সভায় সরকারী কর্মকর্তা,  সুশীল সমাজের প্রতিনিধি, এনসিডিডাব্লিউ’র প্রোগ্রাম অফিসার আফরোজা সুলতানা, প্রকল্প স্বেচ্ছাসেবক ও ডিপিও লিডারগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কার্যক্রম,  প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ ও সঠিকভাবে প্রতিবন্ধিতা সনাক্তকরণের জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন।

প্রতিবন্ধিতা যাচাইয়ের প্রয়োজনীয় পরীক্ষা যন্ত্রাদি সরবরাহ করা এবং ফিল্ড পর্যায়ের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ জাতীয় কমিটির নিকট পাঠানো প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ফিল্ড পর্যায়ে কাজের অভিজ্ঞতা, বেসরকারী প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় ও সকল কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন এনসিডিডাব্লিউ’র ফিল্ড কো-অর্ডিনেটর হাসানুজ্জামান।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top