সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে। সমাজে এসব অপরাধের বিচারের জন্য আইনি ব্যবস্থা আরো সুসংহত হয়েছে, তার প্রয়োগও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে, শিক্ষামন্ত্রী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু মো. ইউসুফ গাজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।