
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুরের ইসলামপুর শহর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি ফারহানা ইসলাম নার্গিসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম, জেলা যুব মহিলা লীগ সভাপতি ফারহানা সোমা,সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা পারভিন পূথি,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমূখ। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথির উদ্বোধনে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম দুলাল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজরোজি আজাদ তানিয়া,সাধারণ সম্পাদিকা রাশেদা বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্যে দিয়ে নেতৃবৃন্দ মায়া আক্তার কে সভাপতি ও শাহানা আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এছাড়াও মাবিয়া আক্তারকে সহ সভাপতি এবং তানিয়া আক্তার শিপাকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করে আগামী দুইদিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।