
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে দেয়াল ধ্বসে একজন নিহত অপরজন আহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আমডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-সকালে আজগর আলী হল্টু শেখের স্ত্রী ফাতেমা বেগম (৭৫) ভাতিজা আ: রাজ্জাকের নবনির্মিত বিল্ডিং দেখতে যান। এ সময় আ: রাজ্জাকের স্ত্রী মালেকা বেগম (৫০) এবং ফাতেমা রান্না ঘরে বসে খোশ গল্প করেন। ইতোমধ্যেই বিল্ডিংয়ের পশ্চিম পাশের দেয়াল তাদের উপর ধ্বসে পড়ে। স্বজনরা দ্রæত তাদেরকে মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাকে মৃত ঘোষনা করেন। আহত মালেকা মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।