
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে আমিনুল ইসলামের শখের বশে লাউ-চিচিঙ্গা চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে প্রতিটি গাছে ঝুলন্ত কচি কচি লাউ, চিচিঙ্গা বাজারে বিক্রির জন্যে সংগ্রহ করা হচ্ছে। আর এমনটি দেখে সবজি চাষে ঝুঁকছেন এলাকার বেকার যুবকেরা।
উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামে আমিনুল ইসলাম সাড়ে তিন বিঘা জমিতে লাউ-চিচিঙ্গার চাষ করেছেন।
আমিনুল ইসলাম (৪৭) বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ডিজিএম (এটেস্ট) পদে কর্মরত আছেন। ব্যক্তিজীবনে প্রতিষ্ঠিত আমিনুল এলাকার সামাজিক ও সেবা মূলক কার্যক্রম করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। করোনাকালে তিনি এলাকার শিক্ষিত বেকার যুবকদের সবজি চাষে উৎসাহিত করতে নিজেই আবাদ শুরু করেন। কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে তার সবজি খেতে প্রচুর লাউ. চিচিঙ্গা ধরেছে। আমিনুল ইসলাম এলাকার বেকার ও দুস্থ মানুষদের জন্য নিজের মায়ের নামে রাবেয়া মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট” গঠন করেছেন। ট্রাস্টের তত্বাবধায়ক শফিকুল ইসলাম এই খেতের পরিচর্যা করেন। কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এই ফলন পাচ্ছেন বলে জানান তিনি। এসব সবজি স্থানীয়ভাবে এলাকার মানুষের চাহিদা মেটাচ্ছে।
মুঠোফোনে আমিনুল ইসলাম জানান- “যে রকম ফলন হচ্ছে তাতে করে খরচ বাদে প্রতি মাসে য়াট থেকে সত্তর হাজার টাকার সবজি বিক্রি করা যাবে। আর আমি মূলত এলাকার বেকার যুবকদের সবজিচাষে আগ্রহ সৃষ্টি করতেই এই প্রকল্প নিয়েছি ” এলাকার বেকার যুবক রহিম মিয়া জানান, “এই খেতে এসে আমি সব দেখে নিজে জমি প্রস্তুত করেছি। আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমিও শুরু করতে পারবো।” তেকানি গ্রামের স্নাতক পাশ আশাদুল ইসলাম জানান, “আমিনুল সাহেবের এই খেত দেখে আমি দুই বিঘা জমি তৈরি করেছি।” এমনি করে এলাকার বেশ কয়েকজন যুবক নিজেদের ব্যস্ত রেখেছেন সবজি খেত তৈরির কাজে।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, ‘চরাঞ্চলের মাটিতে সবজি চাষ খুবিই ভালো হয়। যারা শুরু করছে তাদের আমরা নিয়মিত পরামর্শ দেবো। আশা করি তারা ভালো ফলন পাবেন।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।