কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

S M Ashraful Azom
0
কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রিনতি উপজেলার দলদলিয়া ইউনিয়নের রঞ্জু মিয়ার মেয়ে। ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা।
প্রত্যদক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ছিল শিশু রিনতি। এ সময় উলিপুর থেকে রংপুর যাওয়া এমএন ক্লাসিক (নোয়াখালী-জ-১১০০৪২) নামে মিনিবাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top