নো মাস্ক, নো সার্ভিস- কার্যক্রম বাস্তবায়নে শ্রীমঙ্গলে ক্যাম্পেইন

S M Ashraful Azom
0
নো মাস্ক, নো সার্ভিস- কার্যক্রম বাস্তবায়নে শ্রীমঙ্গলে ক্যাম্পেইন


সেবা ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় শহরের চৌমুহনা চত্বরে সচেতনতামূলক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এ সময় শহরের বিভিন্ন দোকানে গিয়ে ‘নো মাস্ক, নো সার্ভিস’ সচেতনতামূলক লিফলেট লাগানো হয়। এ ছাড়া পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এই কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কাউকে সরকারি-বেসরকারি অফিসসহ দোকানপাটে সেবা দেয়া হবে না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top