উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান বাদল(৫৭) গত ২০ দিন আগে করোনায় আক্রান্ত হন। করোনার সাথে যুদ্ধ করে অবশেষে রোববার বেলা ১২ টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইইউসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না নিল্লাহি --------রাজিউন)।
এস এম ওয়াহিদুজ্জামান গত ৪ বছর আগে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, শিক্ষক, শিক্ষার্থীসহ সুধী সমাজ এস এম ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে মারা যান তিনি। রোববার বিকেলে তার গ্রামের বাড়ী বরিশালের শরণখোলায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।