শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বারবান্দা নতুন বাজার সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা মাঠে সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব গোলাম হোসেন স্মৃতি স্বরনে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার বারবন্দা সূর্য্য সংঘ বনাম চর বামনেরচর যুব সংঘ অংশ নেয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮, কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সেনা সদস্য আফজাল হোসেন বিপ্লব (অব:) ও আব্দুর জোব্বার, ইউপি সদস্য হেলাল উদ্দিন খেলাটি পরিচালনায় ছিলেন বকবান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা কামাল ও সার্জন রফিকুল ইসলাম। এলাকার অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন। পরে বিজয়ী চ্যাম্পিয়ন বারবান্দা সূর্য্য সংঘ দল ও রানার্সআপ চর বামনের চর যুব সংঘ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষক আবু তালেব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।