রৌমারীতে ৮ মাসের অন্তঃসত্তা গৃহবধুর আত্মহত্যা

S M Ashraful Azom
0
রৌমারীতে ৮ মাসের অন্তঃসত্তা গৃহবধুর আত্মহত্যা


শফিকুল ইসলাম: ৮ মাসের অন্তঃসত্তা আরিফা (২৫ ) নামের এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যেক্ষদর্শিরা জানায়, বোয়ালমারী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরিফা খাতুনের একই গ্রামের আবু বক্করের ছেলে রহিজলের সাথে গত ২ বছর আগে বিয়ে হয়। পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করায় পুত্রবধুকে বাড়িতে নেয়নি স্বামীর পরিবারের লোকজন। ফলে আরিফা তার বাবার বাড়িতেই থাকতো। স্বামী-স্ত্রী দুই জনেই বিয়ের পর থেকে ঢাকায় থাকে। মাঝে মধ্যে নিজ গ্রামে আসলেও আরিফার ঠাই হয়নি শ্বশুর বাড়িতে। এ নিয়ে বেশ কিছু দিন থেকে স্বামী. স্ত্রীর মধ্যে চলছে মনমালিন্য। স্বামী রহিজল শ্বশুর বাড়িতে এসেও স্ত্রীকে প্রায় নির্যাতন করত। স্বামীর বাড়ির লোকজন পুত্রবধুকে মেনে না নেওয়া ও  স্বামীর নির্যাতন সহ্য করতে না পারায় অভিমানে সকালের দিকে সবার অজান্তে বাড়ির একটি কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। 

এঘটনায় এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত-গৃহবধুর স্বামী ঢাকায় অবস্থান করে।

এব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিন মিয়া ফাঁসিতে মৃত্যু হওয়া বিষয়টি নিশ্চিত করেন। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, মেয়ে ও ছেলের উভয় পক্ষ থেকে আবেদন করেছেন। এর প্রেক্ষিতে লাশ দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top