মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
0
মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫পিছ ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাতে উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর বাইটান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শওকত হোসেন (৩২)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১ ডিসেম্বর রাত সোয়া সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. আব্বাস আলীর গরুর ফার্মের পিছনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. শওকত হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top