সেবা ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের একাধিক জাল সনদ, ভুয়া জাতীয় পরিচয়পত্র, যুব উন্নয়নের জাল সনদ, জাল জন্মসনদসহ একজন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ২০ ডিসেম্বর রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
গ্রেপ্তারকৃত প্রতারক মো. হযরত আলী (২৭) উপজেলার দক্ষিণ চরপাকেরদহ গ্রামের মো. কিসমত আলীর ছেলে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বালিজুড়ি হাই স্কুল মোড় সড়কে সুমাইয়া ডিজিটাল কালার ল্যাব এন্ড ইন্টারনেটের দোকানের ভিতর থেকে প্রতারক মো. হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে জব্দকৃত আলামত একটি সিপিইউ হার্ডডিক্সসহ, স্ক্যানার ও প্রিন্টার একটি, তা কম্পিউটারে থাকা এসএসসির জাল সনদ ৯টি, যুব উন্নয়নের জাল সনদ ৩টি, ভুয়া জাতীয় পরিচয়পত্র ৪টি, কওমি মাদরাাসার জাল সনদ ২টি, কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ ১টি, জাল জন্মসনদ একটি উদ্ধার করা হয়।
র্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।