জামালপুর প্রতিনিধি: আইআরপি কর্মসূচিতে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ বিষয়ক অবহিত করণসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
পজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিষ্টার থমাস বিগার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, এসআরসি ম্যানেজার আমিরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি’র উপপরিচালক ও প্রগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, জেলা কর্মকর্তা কামাল উদ্দিন, এপিও সাহাদাৎ হোসেন রানা, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীসহ আরো অনেকেই। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিসহ উপজেলা প্রশাসানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও একই দিন উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে উপজেলা দূর্যোগ ব্যবস্থা দলের সভাসহ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির আয়োজনে ঝুকিঁহ্রাস কর্মপরিকল্পনা ও বন্যা ব্যাবস্থাপনা পরিকল্পনা অবহিত ও যাচাইকরণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।