লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: স্বাস্থ্য সেবায় যন্ত্রের ছোঁয়া’’ শ্লোগানকে সামনে রেখে ব্যক্তি মালিকানাধীন জামালপুরের ইসলামপুরে 'ইসলামপুর যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার' উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের হাসপাতালটির উদ্বোধন করেন। এর আগে হাসপাতালটির কক্ষে আলোচনা সভা হয়।
কর্নধার মোরশেদুল খান মাসুম শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের সেক, জামালপুর ক্লিনিক ও ডায়াগনোস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন স্বাধীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঢালী, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,কাউন্সিলর মোহন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।