রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে রাস্তা থেকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে রাকিব হাসান (৩৬) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরের পর ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ২২ধারা জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে শনিবার রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদি হয়ে রাকিব হাসানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বখাটে রাকিব হাসান উপজেলার সুলতানহাটা গ্রামের আমির হোসেনের ছেলে। গত ২৯ অক্টোবর সকালের দিকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়ির একটি ঘরে আটক রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে রাকিব হাসান।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটি (১৫) স্থানীয় একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। তাকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে রাকিব হাসান। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে উত্যক্ত করে। এ অবস্থায় ৩ অক্টোবর সকালের দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে আড়কাটিয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দ্যেশে রওনা হয়। এসময় আড়কাটিয়া ইছামতি নদীর সেতুর উত্তর পাশে পাকা রাস্তা থেকে রাকিব হাসান ওই স্কুলছাত্রীকে সিএনজি চালিত অটোরিক্সায় অপহরণ করে বগুড়ার গাবতলী উপজেলা এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে স্কুলছাত্রীর নিকট থেকে জোরপূর্ব বিয়ের কাবিন (রেজিষ্ট্রি) নামায় স্বাক্ষর ও টিপ সই নেয় রাকিব হাসান। পরে তাকে দুপুর ২টার দিকে আড়কাটিয়া বাজার এলাকায় রেখে চলে যায় রাকিব হাসান।
মান-সম্মানের ভয়ে স্কুলছাত্রীর এ বিষয়টি প্রকাশ করেনি। এ অবস্থায় ২৯ আক্টোবর সকালের দিকে ওই স্কুলছাত্রী আড়কাটিয়া বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ির দিকে যাওয়ার পথে রাকিব হাসান একই স্থান থেকে আবারো স্কুলছাত্রীকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে বাড়ির একটি ঘরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের পর বাড়ি থেকে তাড়িয়ে দেয় রাকিব হাসান। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাকিব হাসান পলাতক রযেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই প্রদীপ কুমার বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামী রাকিব হাসানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার শেষে আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।